মিলবে না রান্নার গ্যাসের ভর্তুকি! এই মুহূর্তের বড় খবর

রান্নার গ্যাসে ভর্তুকে নিয়ে এবার বড় তথ্য। মোদী সরকার এক বড় সিদ্ধান্ত নিয়েছে। তাই সেটা না জানলে আপনি পড়তে পারেন বিপদে। তাড়াতাড়ি ক্লিক করুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
gasc

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভর্তুকির গ্যাস পেতে আবার একবার দাঁড়াতে হতে পারে লাইনে। এলপিজি সিলিন্ডার নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। উজ্জ্বলা প্রকল্পসহ রান্নার গ্যাসে ভতুর্কি পেতে গেলে আপনাকে এবার দিতে হবে বায়োমেট্রিক তথ্য।  গ্রাহকদের আঙুলের ছাপ, চোখের মণির ছবি, মুখের ছবি এগুলো লাগবে। গ্যাস বিক্রি করা সংস্থাগুলিকে এই 'কেওয়াইসি' তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে দেওয়া হয়। কেন্দ্রের তরফে এই তথ্যদানের জন্য স্পষ্ট কোনও সময়সীমা উল্লেখ না করা হলেও সংস্থাগুলিদের দাবি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই কাজটি করে ফেলতে পারলে ভালো। এত অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহকের বায়োমেট্রিক তথ্য় সংগ্রহ সম্ভব কিনা সেটা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

hiring.jpg