প্রতারণার অভিযোগে ধৃত কিরণ প্যাটেলের ৮ দিনের পুলিশি হেফাজত

কনম্যান কিরণ প্যাটেলকে (Conman Kiran Patel) গতমাসে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাঁকে কোর্টে তোলা হলে আট দিনের জন্য পুলিশি হেফাজতে (police custody) পাঠানোর নির্দেশ দেয় গুজরাটের আদালত (Gujarat Court)।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন

নিজস্ব সংবাদদাতাঃ নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের একজন আধিকারিক (PMO official) বলে পরিচয় দিয়েছিল। আর এই কথা বলে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) বারবার যাওয়ার ছাড়পত্র নেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধাও নিয়েছিল। যদিও শেষ রক্ষা হয়নি। কনম্যান কিরণ প্যাটেলকে (Conman Kiran Patel) গতমাসে গ্রেফতার করেছিল পুলিশ। শনিবার তাঁকে কোর্টে তোলা হলে আট দিনের জন্য পুলিশি হেফাজতে (police custody) পাঠানোর নির্দেশ দেয় গুজরাটের আদালত (Gujarat Court)।