কিন্নরে ট্রেকিং বন্ধের নোটিশ, কিন্তু কেন?

গত কিছু দিন ধরে ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদ যায়নি কিন্নরও। এই ভারী বর্ষণের মধ্যে দুর্ঘটনা এড়াতে ট্রেকিং বন্ধের নোটিশ জারি করল কিন্নর জেলা প্রশাসন। 

author-image
Ritika Das
New Update
kinnor.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: খারাপ আবহাওয়া। সেই কারণে স্থগিত হয়ে গেল কিন্নর কৈলাসের সমস্ত ট্রেকিং। কিন্নর জেলায় রয়েছে এই কিন্নর কৈলাস। প্রতি বছর বহু পর্যটক সেখানে ট্রেকিং করতে যান। কিন্তু এই বছর বর্ষার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ। ধস নেমেছে বহু জায়গায়। বন্ধ রয়েছে সড়ক। এই অবস্থায় কিন্নর জেলা প্রশাসন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। 

এই নোটিশে বলা হয়েছে যে, খারাপ আবহাওয়ার কারণে কিন্নর কৈলাসের সমস্ত ট্রেকিং আপাতত স্থগিত করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও পর্যটক ট্রেকিংয়ে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে।