নিজস্ব সংবাদদাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুনিত কুমারকে গ্রেপ্তার করেছে। যিনি পুনিত মহেশ্বরী নামেও পরিচিত। একজন সাইবার প্রতারক এবং দিল্লির মতি নগরের বাসিন্দা এই পুনিত কুমার। নেপাল থেকে যাত্রা করার সময় ৩ এপ্রিল নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করে ED।
২০২০ এবং ২০২৪ সালের মধ্যে ভারত জুড়ে সাইবার ক্রাইম এবং অনলাইন গেমিং স্কিমগুলির একটি সিরিজ সাজানোর জন্য দায়ী একটি সিন্ডিকেটের মধ্যে পুনিত কুমার একজন গুরুত্বপূর্ণ কিংপিন। যে এই অনলাইন গেমিং-এর মাধ্যমে ৪,৯৭৮ কোটি টাকা বিদেশে পাচার করেছিল বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।