নিজস্ব সংবাদদাতা: এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের অভিযানে এবার কেজি কেজি সোনা উদ্ধার হল। এআইইউ (এয়ার ইন্টেলিজেন্স ইউনিট) এর কর্মকর্তারা কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীকে আটকান।
/anm-bengali/media/post_attachments/02919b2b-5da.png)
যাত্রীর পরীক্ষা করার সময়, যাত্রীর পরা জিন্সের কোমরের চারপাশে বিশেষভাবে সেলাই করা গহ্বরের ভিতরে লুকিয়ে রাখা ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছ। যার মোট ওজন ২৩৩২.৮০ গ্রাম। সম্পূর্ণ সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
s