নিজস্ব সংবাদদাতা: বিহারের বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) রাজ্য সভাপতি মুকেশ সাহানীর বাবাকে হত্যা করা হয়েছে। গত রাতে দারভাঙ্গায় তার বাসভবনে হত্যা করা হয়। যার ফলে চরম শোরগোল শুরু হয়েছে। স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।