নিজস্ব সংবাদদাতা: রাজস্থান নির্বাচনের অনেক আগে বিতর্কে জড়ান কংগ্রেসের বিধায়ক গিরিরাজ সিং মালিঙ্গা। দলিত ইঞ্জিনিয়ার হর্ষধিপতি বাল্মীকিকে বেধড়ক মারধর করার ভিডিওতেই ভাইরাল হয়ে যান তিনি। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে চাপ বাড়ে হাত শিবিরে। এরপর এই ঘটনায় আরও রং লাগে। হঠাৎ করেই এই ঘটনার পর বিজেপিতে গিয়ে যোগ দেন গিরিরাজ সিং মালিঙ্গা।
এদিন সেই ঘটনার শিকার হওয়া হর্ষধিপতি বাল্মীকিকে হাসপাতালে দেখতে গেলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। হাসপাতাল থেকে বেরানোর সময় খাড়গে বলেন, “রাহুল গান্ধী এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে একজন ব্যক্তি যদি দলিতের প্রতি এতোটা নৃশংস হতে পারে এবং তাঁকে খুনের চেষ্টা করতে পারে; তাহলে সেই ব্যক্তিকে প্রার্থী করা যায় না। তাই আমরা তাঁকে টিকিট দিইনি। আর সেই জন্যেই গিররাজ সিং মালিঙ্গা টিকিট পাওয়ার আশায় বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে। এই বিষয়ে আর কিছু বলতে চাই না। শুধু হর্ষধিপতি সুস্থ হয়ে উঠুক, এটাই চাই”।