পুলিশ কি সত্যি দুর্ব্যবহার করেছে! কী বললেন খান স্যার

পুলিশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন খান স্যার।

author-image
Tamalika Chakraborty
New Update
khan sir

নিজস্ব সংবাদদাতা:  শিক্ষাবিদ এবং ইউটিউবার খান স্যার বলেছেন, "পুলিশ কোনভাবেই আমার সাথে দুর্ব্যবহার করেনি, আমি গত ১.৫ মাস ধরে অসুস্থ ছিলাম।  আমি BPSC পরীক্ষা শেষ হয়ে গেলে সঠিক চিকিৎসা করানোর কথা ভেবেছিলাম।  সকালে ছাত্রদের লাঠিচার্জ করা হয়েছিল তাই আমি সেখানে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি চলে গেলে (বিক্ষোভ) ছাত্রদের দাবি পূরণ হবে না। এই কারণে আমার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।"    

NOidapoliceuppolicePTI-170105803085016_9