২০২৭ সালে বিজেপি আবারও ক্ষমতায়- আগেই হয়ে গেলো ঘোষণা

কেশব প্রসাদ মৌর্য বলেন, কংগ্রেসের কোনো কার্যকর ইস্যু নেই, এবং বিজেপি ২০২৭ সালে তৃতীয়বার সরকার গঠন করবে, কংগ্রেসের ইতিহাসে ক্ষমতার বাইরে থাকার ভবিষ্যৎ থাকবে।

author-image
Debapriya Sarkar
New Update
keshav prasad mauryaq1.jpg

নিজস্ব সংবাদদাতা : ইউপি কংগ্রেসের প্রতিবাদে আজ লখনউতে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, "ইউপি কংগ্রেস এখন মুক্ত হয়ে গেছে এবং ভারতও কংগ্রেস-মুক্ত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। কংগ্রেসের কোনো ইস্যু, নেতৃত্ব বা নীতি নেই। তাদের কাছে কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই, এবং তারা মনে করছে যে এ ধরনের আন্দোলনের মাধ্যমে তারা রাজ্যের পরিবেশকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু কংগ্রেসের ইতিহাসের পাতায় লেখা থাকবে ক্ষমতার বাইরে থাকা ভবিষ্যৎ।"

keshav prasad mauryaq2.jpg

তিনি আরো বলেন, "এটা শুধুমাত্র সপা এবং কংগ্রেসের মধ্যে লড়াই। উভয় দলই অন্যকে দুর্বল দেখানোর চেষ্টা করছে। তবে, ২০২৭ সালে বিজেপি ২০১৭ সালের মতো আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।" এই বক্তব্যের মাধ্যমে কেশব প্রসাদ মৌর্য একদিকে যেমন কংগ্রেসের দুর্বলতা তুলে ধরেছেন, তেমনি তিনি বিজেপির ভবিষ্যত বিজয়েও আত্মবিশ্বাসী।