মন্দিরে ‘স্বচ্ছতা অভিযান’, প্রধানমন্ত্রীর নির্দেশে তৎপর রাজ্যের উপমন্ত্রী !

প্রধানমন্ত্রী মোদির নির্দেশে মন্দির পরিস্কার করছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা অভিযানের বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন তিনি।

author-image
Probha Rani Das
New Update
upminister1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের লখনউ গিয়েছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। উত্তরপ্রদেশের অযোধ্যায় ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানের আগে বাল্কেস্বর হনুমান মন্দিরে 'স্বচ্ছতা অভিযান'-অংশ নিয়েছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি এই 'স্বচ্ছতা অভিযান'-এর বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন। কেশব প্রসাদ মৌর্য বলেছেন, “রাম মন্দির আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, পরমহংস রামচন্দ্র দাস মহারাজ প্রায়ই এখানে আসতেন এবং রাম জন্মভূমি মন্দির মামলার শুনানির জন্য তদবির করতে এখানে থাকতেন। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদি অযোধ্যা থেকে ‘স্বচ্ছ মহল্লা, স্বচ্ছ গ্রাম, অযোধ্যা ধাম, জয় শ্রী রামপ্রচারাভিযান করেছেন। প্রধানমন্ত্রী মোদি নিজেই এই প্রচারণা শুরু করেছিলেন পঞ্চবটি থেকে, যেখানে ভগবান রাম তার নির্বাসনের সবচেয়ে বেশি দিন ছিলেন।”