নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)-এর প্রতিবাদ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
/anm-bengali/media/media_files/xJWLYPkh320gBVH1U9Cn.jpg)
তিনি বলেন, "আমি দেখছি যে দিল্লির যন্তর-মন্তরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) বিক্ষোভ করছে। ওয়াকফ বোর্ডের সংশোধনীগুলি দেশের গরিব মুসলিমদের স্বার্থে করা হয়েছে, এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটিও গঠন করা হয়েছে এবং তাতে যথেষ্ট আলোচনাও হয়েছে। কিন্তু এরপরেও বিরোধীদের এই প্রতিবাদ এটাই প্রমাণ করে যে তারা মুসলিম উন্নয়নকে শুধু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়।"