বড় খবর, লোকসভায় কেরলে বিজেপির বিপুল জয়!

কেরলের রাজ্য বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন বলেছেন, "এবার কেরালায় এনডিএ জয়ী হবে। কেরালার মানুষ এনডিএ-র উন্নয়নমূলক রাজনীতিকে খোলা হাতে স্বাগত জানাচ্ছেন।"

author-image
Tamalika Chakraborty
New Update
kerala bjp president editted.jpg

নিজস্ব সংবাদদাতা: কেরলের রাজ্য বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন বলেছেন, "এবার কেরালায় এনডিএ জয়ী হবে। কেরালার মানুষ এনডিএ-র উন্নয়নমূলক রাজনীতিকে খোলা হাতে স্বাগত জানাচ্ছেন। কংগ্রেস এবং এলডিএফ বিপজ্জনক রাজনীতি খেলছে। কেরালায় সিপিএম এবং কংগ্রেস প্রকাশ্যে এগিয়ে আসছে এবং ৬০০ কোটি টাকার মদ কেলেঙ্কারির মামলায় অভিযুক্তদের সমর্থন করছে। এটা প্রমাণ যে ভারত জোট কেরালায় দুর্নীতিগ্রস্ত লোকদের রক্ষা করতে একসঙ্গে কাজ করছে।" 

narendra modi awd1.jpg

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg