ধুন্ধুমার পরিস্থিতি! জলকামানে ছন্নছাড়া এবিভিপির মিছিল

এবিভিপি কর্মীদের ওপর জলকামান চালাল কেরালা পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
বম্বভ

নিজস্ব সংবাদদাতাঃ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কর্মীদের ছত্রভঙ্গ করতে কেরালা পুলিশ জলকামান ও লাঠিচার্জ করেছে। ভিপিএস হাসপাতালে অঙ্গ বাণিজ্যের অভিযোগের তদন্তের দাবিতে একটি মিছিল করে এবিভিপি কর্মীরা। 

জানা গিয়েছে, কোচির ভিপিএস লেকশোর হাসপাতালে অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবসার অভিযোগের তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকা এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) কর্মীদের ওপর কেরালা পুলিশ জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ করে। পরে এবিভিপি কর্মীদের আটক করে পুলিশ।

সূত্রে খবর, ২০০৯ সালে দুর্ঘটনার পর ব্রেন ডেড ঘোষণা করা এক যুবকের অঙ্গদানের বিষয়ে সম্প্রতি কোচির ভিপিএস লেকশোর হাসপাতালের আট জন চিকিৎসক ও ভিপিএস লেকশোর হাসপাতালের বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দিয়েছে জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত।