নিজস্ব সংবাদদাতা: কেরালার তিরুবন্তপুরম শহরে শুরু হয়েছে বৃষ্টি। তবে এর পাশাপাশি ভারতীয় আবহাওয়া দফতর জারি করেছে কমলা সতর্কতা। কেরালার চার জেলায় জারি করা হয়েছে এই সতর্কতা। এই জেলার মধ্যে রয়েছে তিরুবন্তপুরম, আলাপ্পুজা, কান্নুর এবং কাসারাগড়। অন্যান্য জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ গোটা রাজ্যজুড়েই বৃষ্টির দাপট চলবে।