বিজেপির ইস্তেহার, ইউনিফর্ম সিভিল কোড নীতি, কি বললেন কংগ্রেস সাংসদ?

আজ বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ হয়েছে। বিজেপির ইস্তেহারে উল্লিখিত ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বড় মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

author-image
Probha Rani Das
New Update
SASHI THARURR.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির ইস্তেহার নিয়ে তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, “আমাদের জানতে হবে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসির মধ্যে কি আছে। মোদী সরকারের প্রতিশ্রুতির সমস্যা হল, সংসদের সামনে খসড়া না আসা পর্যন্তএটা ভালো না মন্দ তা বলা অসম্ভব। যদি এই খসড়া আইনটি নিয়ে অন্য কোনো সম্প্রদায়ের আপত্তি না থাকে তবে আমাদেরও কোনো অসুবিধা নেই। তবে, যদি এমন কিছু দেখা যায় যা কিছু সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে এই বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার।” 

ssklo5.jpg

Add 1