নিজস্ব সংবাদদাতা: কেরালার থ্রিক্কাকারার বিধায়ক উমা থমাস রবিবার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তিনি জওহরলাল নেহেরু আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি থেকে পড়ে যান। থমাসকে দ্রুত স্বেচ্ছাসেবক ও স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা উদ্ধার করেন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গিয়েছে, তিনি প্রায় ১৫ ফুট উচ্চতা থেকে পড়ে যান। তাঁর মাথা নীচে কংক্রিটের মেঝে আঘাত পায়। তিনি ভিআইপি গ্যালারির একেবারে সামনের সারিতে বসে ছিলেন। সেখানে একটা দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল। বিধায়ক 'মৃদঙ্গ নাদম'-এ যোগ দিতে স্টেডিয়ামে এসেছিলেন। সেখানে গিনিসবুকে নাম তোলার জন্য একটি অনুষ্ঠানে এসেছিলেন। যেখানে বিশ্বের সব থেকে বেশি সংখ্যক নৃত্যশিল্পীদের নিয়ে একটি নাচের অনুষ্ঠান হচ্ছিল। জানা যায়, তিনি ভিআইপি গ্যালারির একেবারে সামনে দিয়ে হাঁটছিলেন। দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন। সেই সময় হঠাৎ করে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান।