নিজস্ব সংবাদদাতাঃ কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ মালাপ্পুরম নৌকাডুবির ঘটনার পর মধ্যরাতে রাজ্যের স্বাস্থ্য বিভাগের জরুরি বৈঠক ডেকে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মালাপ্পুরমের তানুরে পর্যটকবাহী নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮-এ পৌঁছানোর পর পরিস্থিতি খতিয়ে দেখতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী আহতদের উন্নত চিকিৎসা এবং ময়নাতদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। সোমবার সকাল ৬টায় ময়নাতদন্ত শুরু করার কঠোর নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, তিরুর, তিরুরাঙ্গাদি ও পেরিন্থালমান্না হাসপাতাল এবং মাঞ্জেরি মেডিকেল কলেজে ত্রিশূর ও কোঝিকোড় জেলার চিকিৎসকসহ পর্যাপ্ত কর্মী এনে ময়নাতদন্ত করা হবে।
সভায় স্বাস্থ্য বিভাগের মুখ্য সচিব ও পরিচালক, চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক, অতিরিক্ত পরিচালক, মালাপ্পুরম জেলা মেডিকেল অফিসার এবং জেলা প্রোগ্রাম ম্যানেজার উপস্থিত ছিলেন।