রাজ্যের শাসক দল অস্বস্তিতে
মুসলিম মহিলাদের মাথায় ‘থট্টম’ পরা নিয়ে সিপিএমের এক বর্ষীয়ান নেতার মন্তব্যে বিতর্ক ছড়াল কেরলে। অনিল কুমার নামের ওই নেতার মন্তব্যে রাজ্যের শাসক দল অস্বস্তিতে।
মুসলিম মহিলাদের মাথায় ‘থট্টম’ পরা নিয়ে সিপিএমের এক বর্ষীয়ান নেতার মন্তব্যে বিতর্ক ছড়াল কেরলে। অনিল কুমার নামের ওই নেতার মন্তব্যে রাজ্যের শাসক দল অস্বস্তিতে।
অনিল কুমারকে দাবি করতে দেখা যায়, বামপন্থী দলের প্রভাবে মুসলিম অধ্যুষিত মালাপ্পুরম জেলায় মহিলারা হেডস্কার্ফ তথা থট্টম পরা বন্ধ করে দিয়েছেন।
সেই সঙ্গে তাঁর দাবি, রাজ্যের মুসলিম মহিলাদের অ্যালবার্ট আইনস্টাইন নয়, কমিউনিস্ট পার্টির কাছেই কৃতজ্ঞ থাকা উচিত খালি পেটে থাকতে হচ্ছে না বলে।
{{ primary_category.name }}