নিজস্ব সংবাদদাতা: আর্থিক তছরুপের মামলায় এবার যুক্ত হল কেরল সিপিএম। কারুভান্নুর সার্ভিস কোঅপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতি মামলায় এমনই অভিযোগ এনেছে ইডি। তছরূপের অভিযোগে ব্যাঙ্কে গচ্ছিত সিপিএমের ৭৮ লক্ষ টাকা ও জমি বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি একাধিক ব্যক্তি ও সংস্থার মোট ২৮ কোটি ৬৫ লক্ষ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে সংস্থা।
কেন্দ্রীয় সংস্থাটি দাবি করেছে যে ওই দুর্নীতি মামলায় এরপরে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, তাতে অভিযুক্ত হিসেবে সিপিএমের নাম দেওয়া হতে পারে। আর সেক্ষেত্রে আম আদমি পার্টি (আপ)-র পর দ্বিতীয় দল হিসেবে এই দল কোনও আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত হবে।