কেরালার আদালতের ঐতিহাসিক রায়, ১৪১ বছরের সাজা ঘোষণা দোষীর

বিভিন্ন ধারার অধীনে মোট ১৪১ বছরের জন্য বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
court1

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেরালার একটি আদালত এবার ধর্ষণ মামলায় শোনালো ঐতিহাসিক রায়। একজন অভিযুক্তকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করার পর আদালত শোনালো সাজা। ১৪১ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালো হল অভিযুক্তকে।

যা জানা যাচ্ছে, ওই অভিযুক্ত বাড়িতে ফাঁকা পেয়ে নিজেরই সৎ মেয়েকে ধর্ষণ করে। লাগাতার তাঁর ওপর পাশবিক অত্যাচার চালায় বলে জানা যাচ্ছে। বিষয়টি জানাজানি হতেই ওই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।

oi

আজ সেই মামলাতেই মঞ্জেরি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বিচারক আশরাফ এএম অভিযুক্তকে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইন, আইপিসি এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্টের বিভিন্ন ধারার অধীনে মোট ১৪১ বছরের জন্য বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন। 

Rape

নির্যাতিতা ঐ নাবালিকা তামিলনাড়ুর বাসিন্দা। ২০১৭ সালে তাঁর সাথে এই ঘটনাটি ঘটায় অভিযুক্ত ব্যক্তি। প্রথমে মেয়েটি ভয়ে কিছু জানাতে না চাইলেও পরবর্তীতে বন্ধুর পরামর্শে তাঁর মা কে সম্পূর্ণ বিষয় জানায়। আর মায়ের বয়ানেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।। আর এবার তাঁকে দেওয়া হল নজিরবিহীন শাস্তি।