বড় খবরঃ জলভর্তি গর্তে পড়ে গেল এক বন্য হাতি! চলছে উদ্ধারকার্য

জলভর্তি গর্তে পড়ে গেল বন্য হাতি। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
ppolp29.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের কেরলের এর্নাকুলাম জেলার কোট্টাপ্পাডিতে জলভর্তি গর্তে পড়ে গেল একটি বন্য হাতি। সেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

ppolp30.jpg

হাতিটিকে শান্ত ও উদ্ধারের জন্য কোটাপ্পাডি পঞ্চায়েত এলাকায় ২৪ ঘন্টার জন্য ১৪৪ সিআরপিসি ধারা ঘোষণা করা হয়েছে। চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আবহাওয়া অনুকূলে থাকলে এটিকে শান্ত করার অনুমতি দিয়েছেন।  

Add 1