প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করছে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী

কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন অভিযোগ করেন, চুরমালা ভূমিধস নিয়ে রাজনীতি করছে কেন্দ্র।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
pinrai bijayan.JPG

নিজস্ব সংবাদদাতা:  কেরলে চুরমালা ভূমিধস নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। তিনি বলেন, "চূরমালা ভূমিধস আমাদের দেশের অন্যতম বড় বিপর্যয় ছিল। কেন্দ্রীয় সরকার এই বিপর্যয়কে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে রাজ্য সরকার একটি প্রতিবেদন জমা দেয়নি। সেই সময় ১৭ আগস্ট ভূমিধস এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সফরের তিন মাস পরেও আমরা একটি বিশেষ প্যাকেজ দাবি করেছি, কোনো তহবিল বরাদ্দ করা হয়নি।"

wayanad-landslides_625x300_01_August_24-ezgif.com-resize