কেজরিওয়াল দিয়ে দিলেন কথা, ‘সেনাপতি’ জন্যে নিয়ে নিলেন চরম সিদ্ধান্ত

'স্থগিত থাকা সমস্ত কাজ আমরা সম্পন্ন করব'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
voters up.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি নির্বাচনের জন্যে জঙ্গপুরায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, “যারা শূন্য বিদ্যুৎ বিল চান, তারা সকলেই আপকে ভোট দিন। আর যারা বিদ্যুৎ বিল হিসেবে মোটা অঙ্কের টাকা চান তারা সকলেই বিজেপিকে ভোট দিতে পারেন। বিজেপি ঘোষণা করেছে যে তারা সরকার গঠনের পর বিদ্যুতের উপর ভর্তুকি বন্ধ করে দেবে। তারা বিনামূল্যে বিদ্যুতের বিরুদ্ধে রয়েছে”।

Arvind kejriwal

কেজরিওয়াল আরও বলেন, “গত ১০ বছরে আমরা জঙ্গপুরা থেকে অসাধারণ ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। এই কারণেই আমি আমার প্রিয় মনীশ সিসোদিয়াকে আপনাদের সকলের হাতে তুলে দিয়েছি। তিনি আমার সবচেয়ে প্রিয়। তিনি আমার ছোট ভাই, আমার 'সেনাপতি'। আমরা জঙ্গপুরার উন্নয়ন বহুগুণে বৃদ্ধি করব। স্থগিত থাকা সমস্ত কাজ আমরা সম্পন্ন করব”।

voters up.jpg