নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন ইতিমধ্যেই। দিল্লির আবগারি মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে একই সাথে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, যে এই মামলায় তাঁর নাম যুক্ত হওয়া কোনও অনৈতিক বিষয় নয়। যেহেতু মামলা চলবে বহুদিন ধরে, তাই এদিন দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেওয়া হয়েছে।
এদিন কেজরিওয়ালের জামিন প্রসঙ্গে, বিজেপি নেতা গৌরব ভাটিয়া বলেন, “আদালতে তাঁর যুক্তি ছিল যে তাঁর গ্রেপ্তার বেআইনি। সুপ্রিম কোর্ট আজ বলেছে যে আপিলকারীর গ্রেপ্তার কোনও বেআইনি নয়। গ্রেপ্তার সাংবিধানিক ছিল। সুপ্রিম কোর্ট আম আদমি পার্টির প্রোপাগান্ডাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল কখনও কোনও আদালত থেকে সুযোগ পাননি এবং কোনও অভিযোগ বাতিল করা হয়নি। তাকে মুক্তিও দেওয়া হয়নি। এমনকি তাঁকে মুক্তির প্রশ্নই আসে না কারণ বিচার চলবে। AAP-কে উত্তর দিতে হবে কেন অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করছেন না। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির জিরো টলারেন্স নীতি আছে। দুর্নীতিবাজ অরবিন্দ কেজরিওয়াল একদিন মাথা নত করবে এবং মানুষ তার কাছ থেকে পদত্যাগ নিয়েই ছাড়বে”।
#WATCH | Delhi: On Delhi CM Arvind Kejriwal's bail, BJP leader Gaurav Bhatia says, "His argument in the court was that his arrest is illegal. The SC has said today that the appellant's arrest does not suffer from any illegality... The arrest was constitutional... The Supreme… pic.twitter.com/3p15XPz6bA