নিজস্ব সংবাদদাতা: আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের নিগ্রহের বিষয়ে অবশেষে নীরবতা ভাঙলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে কেজরিওয়াল জানিয়েছেন, ‘পুরো ঘটনায় দু’পক্ষের দাবি আলাদা। তাই তিনি আশা করেন যে, পুরো বিষয়টিতে সুষ্ঠু তদন্ত করা হবে এবং ন্যায় বিচার হবে। ঘটনায় দু’পক্ষের আলাদা আলাদা দাবি। পুলিশের উচিত দুটো দিকই তদন্ত করে দেখা’।
যদিও কেজরিওয়াল এতো দেরীতে প্রতিক্রিয়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাতী। তাঁর এই মন্তব্যের ওপর কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এক্স হ্যান্ডেলে স্বাতী লিখেছেন, “নেতা-কর্মীদের আমার বিরুদ্ধে প্ররোচিত করে, আমাকে বিজেপির এজেন্ট বলে, আমার চরিত্রহনন করে, ভুয়ো ভিডিও ফাঁস করে, আমাকে দোষী সাজানোর চেষ্টা করে, এখন মুখ্যমন্ত্রী বলছেন অবাধ ও সুষ্ঠু তদন্ত চান, যাঁর বাড়িতে আমাকে মারধর করা হয়েছিল”।
ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল। আজ প্রথমে কেজরিওয়ালের মা-বাবার জিজ্ঞাসাবাদ থাকলেও, পরবর্তীতে তা বাতিল করেছে দিল্লি পুলিশ।