নিজস্ব সংবাদদাতা: দ্বারকা এক্সপ্রেসওয়ে প্রকল্পে যে আর্থিক দুর্নীতির বিষয়টি সম্প্রতি সামনে এসেছে তা নিয়ে এবার নড়েচড়ে বসল আপ সরকার। সিবিআই ইডির দ্বারস্থ হলেন কেজরিওয়াল।
যা জানা যাচ্ছে, দিল্লি সরকার দ্বারকা এক্সপ্রেসওয়ে প্রকল্পে ৮৫০ কোটি টাকার কথিত জমি অধিগ্রহণ কেলেঙ্কারির বিষয়টি সিবিআই-এর কাছে উল্লেখ করেছে। মুখ্যসচিব নরেশ কুমারের বিরুদ্ধে তাঁর ছেলে করণ চৌহানের সঙ্গে যুক্ত একটি কোম্পানিকে লাভবান করার জন্য জমির দাম ২২ বার বাড়ানোর অভিযোগ উঠেছে এই মামলায়। ২০১৫ সালে একই কোম্পানি সার্কেল রেটের ৭ শতাংশ হারে জমি অধিগ্রহণের সম্পর্কিত বিষয় অর্থ পাচারের তদন্তের জন্য ইডি-কে উল্লেখ করেছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অনুমোদনের পরে বিষয়টি সিবিআই এবং ইডি-তে উল্লেখ করা হয়েছে বলে সরকারী সূত্রে জানা গিয়েছে।