আতঙ্কিত কেজরিওয়াল ! বড় দাবি করলেন বিজেপি নেতা

''বড় দুর্নীতি সামনে আসতে চলেছে, ফাঁসবেন কেজরিওয়াল!'' দাবি করলেন বিজেপি নেতা।

author-image
Debjit Biswas
New Update
arvind kejriwal.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লি বিধানসভায় উপস্থাপিত হতে চলেছে ক্যাগ রিপোর্ট। তার আগেই এবার অরবিন্দ কেজরিওয়ালকে চরম আক্রমণ করলেন তরুণ বিজেপি নেতা ও বিজেপির ন্যাশনাল স্পোকসপার্সন প্রদীপ ভান্ডারী। তিনি বলেন, '' যারা CAG রিপোর্ট তুলে ধরে নিজেদের রাজনৈতিক জীবন শুরু করেছিল, তারাই আজ সেই রিপোর্টে দুর্নীতির দায়ে ধরা পড়বে। এই কারণে তারা আতঙ্কিত হয়ে রয়েছে।'' অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে তিনি বলেন, ''এই রিপোর্টে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন AAP পার্টির ব্যাপক দুর্নীতি সকলের সামনে আসবে। দিল্লির জনগণের করের টাকা, যা কেজরিওয়াল তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য লুট করেছেন, তা জনগণকে ফিরিয়ে দেওয়া উচিত।"