বড় খবর: এগিয়ে গেলেন কেজরিওয়াল

ভোটে মানুষ কী ফলাফল দেয় সেই দিকে তাকিয়ে ছিল গোটা দলই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kejriwal

File Picture

নিজস্ব সংবাদদাতা: আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়ে বেশ কয়েক মাস জেলে কাটিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে মুক্ত হতেই ফিরে এসে ছেড়ে দেন মুখ্যমন্ত্রীত্বের পদ। বলেন, নিজেকে প্রমাণ করে ফিরে আসবেন। মুখ্যমন্ত্রীত্বের পদ সামলান আতিশী। তবে আপ প্রধান তিনিই ছিলেন। ভোটে মানুষ কী ফলাফল দেয় সেই দিকে তাকিয়ে ছিল গোটা দলই। এবার সেই ফলাফল ঘোষণা শুরু হয়েছে।

Arvind kejriwal

দিল্লি নির্বাচনের ভোট গণনা চলছে আজ। কাউন্টিং এখনও চলছে। তবে সেই কাউন্টিং-এর মধ্যেই আপের জন্যে আসছে স্বস্তির খবর। নিজের কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। নয়া দিল্লি আসন থেকে এগিয়ে রয়েছেন তিনি। সেখানে বিজেপির পার্ভেস ভর্মাকে লিড দিচ্ছেন কেজরিওয়াল।