কেজরিওয়াল 'ঝুঁটা নম্বর ১', অখিলেশজীর উচিত দিল্লিতে বসবাসকারী ইউপির লোকদের সাথে কথা বলার

কেজরিওয়াল কটাক্ষ কংগ্রেস নেতার।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কস্তুরবা নগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিষেক দত্ত বলেছেন, " দিল্লির মানুষ মিথ্যাবাদী কেজরিওয়ালকে অপসারণের জন্য অপেক্ষা করছে। ভাঙা রাস্তা, উপচে পড়া ড্রেন, বাসের অভাব, নোংরা জলের সমস্যা রয়েছে দিল্লিতে। কেজরিওয়াল বিধায়কদের তহবিল বাড়িয়েছেন কিন্তু সাধারণ মানুষের জন্য ভর্তুকি কখনও বাড়াননি। কেজরিওয়াল 'ঝুঁটা নম্বর ১'। 

Delhi Assembly Election: How BJP and Congress have given AAP's Arvind  Kejriwal a free pass - India Today