নিজস্ব সংবাদদাতা: রবিবার একটি সাংবাদিক সম্মেলনে আপ বিধায়কদের সঙ্গে নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি তিনি জোট সঙ্গীদের কাছ থেকে ক্ষমাও চেয়েও নেন। তিনি বলেন, জোট ক্ষমতায় এলেও তিনি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। তবে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে 'কেজরিওয়ালের গ্যারান্টি' অবশ্যই পূরণ হবে বলেও তিনি আশ্বাস দেন।
/anm-bengali/media/media_files/jA8Sf1m9acJ2NT2qrmUo.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)