নিজস্ব সংবাদদাতা: আগামী ১৬ মার্চ ফের একবার ইডির সমন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর সমন পেতেই তড়িঘড়ি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বিকাল ৪টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে বসতে চলেছে এই জরুরী বৈঠক। জানা যাচ্ছে, দিল্লিতে বিদ্যুৎ সরবরাহের উপর ভর্তুকি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে ইডির সমন পেতেই এই জরুরী বৈঠক অন্য কিছুর সূত্র কিনা, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)