নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার আবগারি নীতি মামলায় সিবিআইয়ের গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। গ্রেপ্তারের প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি, তিনি মামলায় নিয়মিত জামিনের আবেদন করেছেন, এমনটাই জানিয়েছে আপের লিগ্যাল সেল। উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট সম্প্রতি গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে তার আবেদন খারিজ করেছে এবং তাকে জামিনের জন্য ট্রায়াল কোর্টে যেতে বলেছে। তার পরিপ্রেক্ষিতেই কেজরিওয়াল এবার গেলেন সুপ্রিম কোর্টে।
Delhi CM Arvind Kejriwal has approached the Supreme Court to challenge his arrest by the CBI in connection with the Excise Policy case. In addition to contesting the arrest, he has filed a regular bail plea in the case: AAP legal team