নিজস্ব সংবাদদাতা: অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের দায়ের করা দিল্লির আবগারি নীতি ‘কেলেঙ্কারি’ মামলায় শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ। গত ৫ সেপ্টেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল আদালত। আর আজ জামিন পেয়ে গেলেন কেজরিওয়াল। যা জানা যাচ্ছে, আজই জেল থেকে মুক্তি পাবেন তিনি।
তাঁর জামিনের আবেদন খারিজ এবং সিবিআই-এর দায়ের করা দুর্নীতির মামলায় তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন কেজরিওয়াল। এদিন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করলেও, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে বৈধ বলেই মানলো সুপ্রিম কোর্ট। যেহেতু, এই মামলায় বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলবে, তাই আপ প্রধানের জামিন মঞ্জুর করলো আদালত। কেজরিওয়াল জামিনে জেলের বাইরে এলে তথ্য-প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আশঙ্কাকে গুরুত্বই দিল না সুপ্রিম কোর্ট।
Justice Bhuyan says Arvind Kejriwal was granted bail in ED case and further detention in CBI case is wholly untenable.
Justice Bhuyan says bail is the rule and jail is an exception. He says process of trial or steps leading to arrest should not become harassment.