নিজস্ব সংবাদদাতা: এবারে দিল্লিতে বিজেপির হোলিতে আনন্দ যেন একটু বেশিই। কেননা এই মুহুর্তে দিল্লির বুকে বিজেপির অন্যতম বিরোধী দল হচ্ছে আম আদমি পার্টি। আর আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন জেলে। তাই এবারের হোলিকে আনন্দের সাথে উপভোগ করছে গেরুয়া শিবির।
এদিন বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, “এই হোলি উত্সাহ এবং আনন্দের। 'ভ্রষ্টচার কি হোলি, হো লি'। আমরা দিল্লির ৭টি আসন জিতে প্রধানমন্ত্রী মোদিকে আবারও প্রধানমন্ত্রী করব এবং ৪ জুনও আসল হোলি উদযাপন করব। 'গিরগিট কে সব রং হো লিয়ে খাতম', এখন নতুন শক্তি এবং আনন্দের সাথে হোলি উদযাপন করবে রাজধানী”।