এবার শুরু হার, মনীশ সিসোদিয়া, কেজরিওয়াল দুজনেই হেরে গেলেন

দুজনেই এবার হেরে গেলেন তাঁদের নিকটবর্তী বিজেপি প্রার্থীর কাছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kbhjkokj

File Picture

নিজস্ব সংবাদদাতা: দুজনেই গিয়েছিলেন জেলে, আর এবার দুজনেই নিজ নিজ কেন্দ্র থেকে হেরে গেলেন। এনারা হলেন আপ প্রার্থী তথা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এবং আপের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দুজনেই এবার হেরে গেলেন তাঁদের নিকটবর্তী বিজেপি প্রার্থীর কাছে।

kejriwall.jpg