কেদারনাথ যাত্রা এবার অতি সহজ, মোদি দিলেন তথ্য

'আদি কৈলাশ এবং ওম পর্বতের জন্য বিমান পরিষেবা শুরু হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Char_Dham6_674x369.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে সড়ক ও রেল যোগাযোগের বিষয়ে কথা বলতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আমরা উত্তরাখণ্ডে ক্রমাগত রেল, সড়ক ও বিমান যোগাযোগ বাড়াচ্ছি। ঋষিকেশ-করণপ্রয়াগ রেললাইনের কাজ চলছে। দিল্লি থেকে দেরাদুনের মধ্যে দূরত্বও কমছে। ‘সীমান্ত গ্রাম’ যাকে বলা হত কংগ্রেসের অধীনে, এখন বিজেপি সরকারের অধীনে সেগুলিই বিকশিত হচ্ছে। আদি কৈলাশ এবং ওম পর্বতের জন্য বিমান পরিষেবা শুরু হয়েছে। গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথকে সংযুক্ত করার জন্য ৯০০ কিলোমিটার দীর্ঘ হাইওয়েও তৈরি করা হচ্ছে”।

klopp10.jpg

manang_air_helicopter.webp

Add 1