Kedarnath Temple 2023: বানানো যাবে না ভিডিও! কড়া পদক্ষেপ

কেদারনাথ মন্দির চত্বরে ভিডিও বানানো নিয়ে কড়া পদক্ষেপ নিল মন্দির কমিটি।

author-image
Aniruddha Chakraborty
New Update
জক্লজ

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার বাসনা সকলের থাকে। তাই নেটিজেনরা বেছে নেন রিল ভিডিওকে। তবে এই রিল ভিডিও করতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন, কেও ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে। এবার একেবারে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহ থেকে ইউটিউব শর্টস ও  রিল ভিডিও বানিয়ে প্রশাসনের কোপে অভিযুক্ত নেটিজেনরা।

ঘটনা সামনে আসতেই শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি শ্রী কেদারনাথ ধাম পুলিশকে চিঠি দিয়েছ। এবং নির্দেশ দিয়েছে মন্দিরের আশেপাশের এলাকা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে এবং এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাঁর জন্য অভিযুক্ত ইউটিউব শর্টস/ভিডিও/ইনস্টাগ্রাম রিল তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।কেদারনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা শ্রী কেদারনাথ ধাম পুলিশ জানিয়েছে এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।