কেদারনাথ থেকে আসছে সুখবর, মহাশিবরাত্রিতেই মিলল সন্ধান

সকাল ৭টা থেকে খুলে যাবে মন্দির প্রাঙ্গন, এমনটাই জানিয়েছে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kedar.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহাশিবরাত্রিতে কেদারনাথ থেকে এল সুখবর। একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের পোর্টালগুলি আগামী ১০ মে থেকে খুলে দেওয়া হচ্ছে। সকাল ৭টা থেকে খুলে যাবে মন্দির প্রাঙ্গন, এমনটাই জানিয়েছে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।

যা জানা যাচ্ছে, পঞ্চমুখী ডলি ৬ মে শ্রী কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হবে এবং বিভিন্ন স্থান পেরিয়ে আগামী ৯ মে সন্ধ্যায় কেদারনাথ ধামে পৌঁছাবে। পাচকাদার গদ্দি স্থল শ্রী ওমকারেশ্বর মন্দির উখিমঠে আজ শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে পোর্টালগুলি খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

Add 1

স্ব

স