কাঠুয়া জঙ্গি হামলা, সব শেষ হয়েছে আগেই, এবার কফিনবন্দী হয়ে ফেরার পালা!

ভারতীয় সেনা বিমানে করে শহীদ জওয়ানদের আনা হয় এখানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cxxfvgfhhg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার মাচেদি এলাকায় সেনা কনভয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ৫ জওয়ান। আজ সেই নিহত সেনাদের দেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে আসা হল বিল্লাওয়ারের সাব জেলা হাসপাতালে। ভারতীয় সেনা বিমানে করে শহীদ জওয়ানদের আনা হয় এখানে।

gggfgi

বিল্লাওয়ারের অতিরিক্ত জেলা প্রশাসক, বিনয় খোসলা এদিন বলেন, “গতকাল একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল যাতে ৫ জন সেনা প্রাণ হারান। এর জন্য অভিযুক্ত জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 8 জন আহত সেনাকে বিল্লাওয়ার হাসপাতালে আনা হয়েছে। নিহত সেনাদের ময়নাতদন্ত করা হচ্ছে আজ এখানে”।

ffggfyhuj

Adddd