নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার বাসভবন থেকে পহেলগাঁওয়ের উদ্দেশ্যে রহনা দিয়েছেন। মঙ্গলবার পহেলগাঁওয়ে বৈসরানে পর্যটকদের উপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। কমপক্ষে দুই জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
#WATCH | Srinagar: J&K CM Omar Abdullah leaves from his residence as he departs for Pahalgam.
Terrorists opened fire on tourists in Pahalgam's Baisaran earlier today. Several tourists are feared dead. pic.twitter.com/A4CHPOro6u