নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের পশ্চিম সার্কেল রাজৌরির বন সংরক্ষক, সন্দীপ কুমার রাজৌরির দাবানল প্রসঙ্গে এদিন বলেন, “তাপমাত্রা বাড়ছে, সেই কারণেই বনে দাবানলের ঘটনা বেড়েছে। গড়ে প্রতিদিন ৮-১০টি ঘটনা ঘটছে এরকম। আমরা ৮০টির বেশি ঘটনা এই রাজৌরি থেকেই নথিভুক্ত করেছি। যখনই আমরা নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় অগ্নিনির্বাপণ অভিযান চালাই, তখনই নিরাপত্তা সংস্থার সঙ্গে পরামর্শ করা হয়। আমরা স্থানীয়দের কাছ থেকে ভালো সমর্থন পাচ্ছি কিন্তু, আমরা লক্ষ্য করছি কিছু লোক ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্রই”।