‘অগ্নিপথ প্রকল্প সশস্ত্র বাহিনীকে ধ্বংস করছে’, মত কার্তির

'অগ্নিপথ প্রকল্পটি সশস্ত্র বাহিনীতে একটি স্বল্পমেয়াদী অন্তর্ভুক্তি'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
karti chidambaram (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম এদিন বলেন, “অগ্নিপথ প্রকল্পটি প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সুবিধা ছাড়াই সশস্ত্র বাহিনীতে একটি স্বল্পমেয়াদী অন্তর্ভুক্তি৷ একটি পেশাদার সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য ব্যাপক প্রশিক্ষণ এবং একটি পূর্ণ কমিশনের প্রয়োজন। অগ্নিপথ পরিকল্পনা কোনওভাবেই সশস্ত্র বাহিনীকে যাতে শক্তিশালী না করে, সেই লক্ষ্যেই কাজ করছে কেন্দ্র”। জেলে বন্দী সাংসদ অমৃতপাল সিং সম্পর্কে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিবৃতি সম্পর্কে তিনি বলেন, “একবার কংগ্রেস পার্টি তার অফিসিয়াল স্ট্যান্ড দিয়েছে যা পার্টিতে আমাদের সকলের পক্ষ থেকেই জানানো হয়েছে”।

 

agniveer4

Adddd