নিজস্ব সংবাদদাতা: শ্রী ওম ভারতী, ১৯৯০ সালে অযোধ্যায় কারসেবকদের উপর গুলি চালানোর একজন প্রত্যক্ষদর্শী। শুধু প্রত্যক্ষদর্শী নন, সেই সময় একাধিক কারসেবককে প্রাণে বাঁচতে সাহায্য করেছিলেন তিনি। কোঠারি ভাই, প্রাক্তন ভিএইচপি সভাপতি অশোক সিংগাল এবং প্রায় ১২৫ জন কারসেবক গুলি থেকে নিজেদের বাঁচাতে তার জায়গায় আশ্রয় নিয়েছিলেন। আর তাতেই প্রাণে বেঁচেছিলেন তারা।
সেই স্মৃতি এখনও তাজা শ্রী ওম ভারতীর কাছে। তবে সেদিনের পরিত্রাতাকে ভুলে যাননি মোদি সরকার। তাই তো আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন তিনিও। সেই স্মৃতিকে বুকে নিয়েই রাম মন্দিরে পা রাখবেন শ্রী ওম ভারতী।