ক্যাফে বিস্ফোরণ, এফআইআর-বিজেপি জনগণকে উস্কানি দিচ্ছে! বিস্ফোরক নেতা

রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ নিয়ে বড় মন্তব্য করলেন কর্নাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রসঙ্গে কর্নাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেন, "ভিত্তিহীন অভিযোগ তোলা, সমাজে বিভাজন তৈরি করা, এক ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মের বিরুদ্ধে দাঁড় করানোয় বিজেপি অভ্যস্ত। এফআইআর দায়ের করা হয়েছে কারণ তারা জনগণকে উস্কানি দিচ্ছে এবং উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে। দুই রাজ্যের মধ্যে শত্রুতা তৈরি করছেন কেন্দ্রীয় মন্ত্রী। এটা ঠিক নয়।" 

ন্মন

 bengaluru cafe blast 1.JPG

তিনি আরও বলেন, "মুকেশের (বেঙ্গালুরুতে আক্রান্ত দোকানদার) হাতে লেখা বিবৃতিতে বলা হয়েছে যে তিনি ভক্তিমূলক গান বা হনুমান চালিসা নয়, গান বাজাতেন। বেশ কয়েকটি ভিডিও রয়েছে যেখানে বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ (তেজস্বী সূর্য) মানুষকে উস্কানি দিতে দেখা গেছে যে এটি হনুমান চালিসা। বিজেপি বিধায়ক  উদয় গরুড়চর নিজেই বলেছেন, এটা ব্যক্তিগত বিবাদ।" 

Add 1

স্ব

স

স