নিজস্ব সংবাদদাতা : জলতরঙ্গের টানে কর্ণাটক থেকে দিল্লিতে! তাও যে সে অনুষ্ঠান নয়। খোদ রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মু আয়োজিত জি-২০-র ডিনারে বাজাতে হবে জলতরঙ্গ। কম বড় কথা নয়। কর্ণাটকের হুব্বালি থেকে ভারত মণ্ডপমের রাজকীয় নৈশভোজের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জলতরঙ্গ শিল্পী বিদুষী শশিকলা দানি। তিনি অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেছেন, "আমি জল তরঙ্গকে প্রচার করার চেষ্টা করছি এবং আমাদের মতো শিল্পীদের নতুন সুযোগ দেওয়া হচ্ছে। এটা আমাদের জন্য সত্যিই আনন্দের মুহূর্ত। আমিও সবাইকে অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাই। সরকার এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছে, এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ দেবে।"
জি-২০ ডিনারে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ছিলেন গুজরাটি গায়ক ব্রিজরাজ গাধভিও। তার কথায়, "একজন গুজরাটি গায়ক হিসাবে, আমাদের জন্য এটি একটি বিশাল সুযোগ এবং এর পরে গায়করা উৎসাহিত হবে আরো।"