নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের (Karnataka) প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা মলেশ্বরমের বিজেপি (BJP) বিধায়ক ডঃ সি এন অশ্বথ নারায়ণের বিরুদ্ধে দায়ের করা এফআইআর চার সপ্তাহের জন্য স্থগিত করল কর্ণাটক হাইকোর্ট। তৎকালীন বিরোধী দলনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিয়ে করার জন্য তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিলের নির্দেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নারায়ণ। বিচারপতি এম নাগাপ্রসন্ন আবেদন এবং সিনিয়র অ্যাডভোকেট প্রভুলিং নাভাদগির যুক্তি শুনে বলেন, প্রাথমিকভাবে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় (দাঙ্গার প্ররোচনা) অপরাধ প্রমাণিত হচ্ছে না। গত ১৫ ফেব্রুয়ারি বিজেপি কর্মীদের এক বৈঠকে নারায়ণ দলীয় সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'উরি গৌড়া ও নানজে গৌড়া যেভাবে টিপু সুলতানকে শেষ করেছেন, ঠিক সেভাবেই সিদ্দারামাইয়াকে শেষ করতে হবে।' এরপরেই কু-কথা বলার অভিযোগ উঠেছিল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। নারায়ণের বিরুদ্ধে মহীশূরের দেবরাজ থানায় অভিযোগ দায়ের করেন এম লক্ষ্মণ নামে এক ব্যক্তি।