পুজোর আগেই ১০ হাজার টাকা বেতন বাড়ছে এই রাজ্যের কর্মীদের! দুর্দান্ত ঘোষণা

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের পর থেকে সরকারি কর্মীদের জন্য একের পর এক ভালো খবর আসছে। শীঘ্রই কেন্দ্রের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ঘোষণা হতে পারে বলে অনুমান। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের পেনশন বাড়িয়ে দেওয়া হবে। 

siddaramaiah.jpeg

সম্প্রতি রাজ্য সরকার সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বেসিক পে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় বেসিক পে বাড়ানোর ফলে তাদের অনেকটা লাভ হবে। এতে বেসির পে-র সঙ্গেই DA এবং অন্যান্য ভাতা যুক্ত থাকে। রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন বৃদ্ধির বিষয়ে সম্প্রতি কর্ণাটক সরকার জানিয়েছে যে নূন্যতম ১০,০০০ টাকা থেকে ৯০,৬০০ টাকা অবধি বাড়ছে স্যালারি। যে সরকারি কর্মীদের বেসিক পে সবচেয়ে কম অর্থাৎ ১৭,০০০ টাকা সেটা এক ধাক্কায় ১০,০০০ টাকা বেড়ে যাবে। আগামী আগস্ট মাস থেকে তারা পাবেন ২৭,০০০ টাকা। সঙ্গে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা থাকবে। যে রাজ্য সরকারি কর্মীদের মাইনে সবচেয়ে বেশি, তাদের স্যালারি ৯০,৬০০ টাকা বেড়ে গেলে যারা ১,৫০,৬০০ টাকা বেতন পান, তাদের মাইনে হবে ২,৪১,২০০ টাকা। বেসিক বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা সহ অন্যান্য ভাতা থাকবে।

Adddd