নিজস্ব সংবাদদাতা: শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। সেদিনই মুখ্যমন্ত্রীর হাতে এই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব সপ্তম বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট তুলে দিয়েছেন। পরে মুখ্যমন্ত্রী জানান যে সেই রিপোর্টে সরকারি কর্মীদের বেসিক বেতন ২৭.৫ শাংশ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এই আবহে বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
বিগত কয়েক বছর ধরেই এই রাজ্যের সরকারি কর্মীদের তরফ থেকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার দাবি উঠেছে। কংগ্রেস শাসিত কর্ণাটকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা নিয়ে ক্রমেই চাপ বাড়ছিল মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ওপর। তিনি দাবি করেন, ইতিমধ্যেই তাঁর সরকার রাজ্যের সরকারি কর্মীদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধি করে দিয়েছে। বাকিটা নিয়ে তারা চিন্তা করবে।
সপ্তম বেতন কমিশনের এই রিপোর্ট যদি গৃহীত হয়, তাহলে কর্ণাটকে ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা থেকে বেড়ে ২৭ হাজার টাকা হয়ে যাবে।