কাবেরীর জল! চরমে ২ রাজ্যের বিরোধ, অবস্থান বিক্ষোভ কৃষকদের

কাবেরীর জল নিয়ে বহু দশক ধরেই তামিলনাড়ু এবং কর্ণাটক রাজ্যের মধ্যে বিরোধ রয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ নায্য জল দিচ্ছে না পড়শি রাজ্য। কাবেরীর জল নিয়ে চরমে উঠল বিরোধ। কাবেরী নদীর জল ছাড়ছে না কর্নাটক সরকার। তার জেরে চরম সঙ্কটে পড়তে হয়েছে তামিলনাড়ুর কৃষকদের। চাষের জন্য পর্যাপ্ত জল মিলছে না। সমস্যার সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি চিঠি লিখেছিলেন তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন। এরপর কাবেরী জল নিয়ামক কমিটির তরফে ১৫ দিনের মধ্যে কর্নাটককে ৫ হাজার কিউসেক জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে, জল দিতে নারাজ কর্নাটকের কৃষকরা। বুধবার কমিটির নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদে নামেন কৃষকরা। রাতভর তারা মোমবাতি মিছিল ও অবস্থান করেন। কংগ্রেস সমর্থিত নির্দল বিধায়ক দর্শন পুত্তানাইয়াও এই বিক্ষোভে যোগ দেন। এদিকে, কাবেরীর জল নিয়ে সমস্যা মেটাতে, আজ বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। অন্যদিকে, তামিলনাড়ু সরকারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কর্নাটক সরকার যাতে অবিলম্বে জল ছাড়ে।