গান্ধী ভারত কর্মসূচির আড়ালে কী করতে চাইছে কংগ্রেস! ফাঁস হয়ে গেল সমস্ত তথ্য

গান্ধী ভারত কর্মসূচি নিয়ে মন্তব্য করলেন কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমার ।

author-image
Tamalika Chakraborty
New Update
dk shivkumar.jpg


নিজস্ব সংবাদদাতা : কর্ণাটকের ডেপুটি সিএম ডি কে শিবকুমার বলেছেন, "'গান্ধী ভারত' কর্মসূচির প্রস্তুতির পরে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বেলাগাভিতে ঐতিহাসিক কংগ্রেস এবং জাতীয় সম্মেলনের জন্য গণনা শুরু হয়েছে। সম্মেলনের আয়োজন করা হচ্ছে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। সংবিধান ও ঐক্য গান্ধীজীর নীতিকে সমুন্নত রাখতে এবং সংবিধান রক্ষার জন্য একটি ঐতিহাসিক কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। যাঁদের বিজেপির সদস্যপদ নেই, যাঁরা কংগ্রেসের নীতি ও আদর্শে বিশ্বাসী এবং যাঁরা সংবিধানে বিশ্বাসী তাদের অবশ্যই এই সম্মেলনে উপস্থিত থাকতে  পারেন।  ২১ জানুয়ারি গান্ধী মূর্তি সুবর্ণ সৌধে এই সম্মেলনে অংশ নেবেন নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। গান্ধী ভারত কনভেনশনকে স্মরণীয় করে রাখার জন্য সরকার ও দল কর্তৃক কমিটি গঠন করা হবে এবং সারা বছর ধরে কর্মসূচি পালন করা হবে। বেলাগাভির জন্য একটি বিশেষ অবদান অবশ্যই করা হবে।"